
প্রতিবছরের ন্যায় এবারও দিনাজপুরের নবাবগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ দরিদ্র অসহায় ২ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার সকাল থেকে একযোগে উপজেলার গোলাপগঞ্জ, বিনেদনগর, শালখুরিয়া ও দাউদপুর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটি। প্রতিটি পরিবারকে ২টি শাল চাদর, ২টি কম্বল এবং শিশুদের জন্য একটি স্যুয়েটার দেয়া হয়।
সকালে দাউদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করেন।
তিনি বলেন- অর্থের অভাবে সমাজের যে সকল দরিদ্র মানুষ তীব্র শীতের মধ্যে কষ্ট করতে হয়। তাদের জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ব্যাপক সহায়ক হবে।
এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার সাপোর্ট প্রকল্প ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন