মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর ইছবপুর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। পরে এটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ সোমবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর ইছবপুর এলাকার শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে রাস্তা অতিক্রম করার সময় একটি অজগর সাপ দেখে এলাকাবাসী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মোবাইল ফোনে খবর দেয়।

খবর পেয়ে ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করেন। সজল দেব জানান, অজগরটি প্রায় ১২ ফুট দৈঘের্যর ও ১৫ কেজি ওজনের।

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, অজগরটি সুস্হ রয়েছে। ২/১ দিন পর্যেবক্ষনে রেখে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।