
চাদঁপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ৭৩৫ তম শাখার(আউটলেট) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ছেংগারচর বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।
শাখা ব্যবস্থাপক নারী উদ্যোক্তা নিপা আক্তারের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জির সভাপতিত্বে ও ব্যবসায়ী নাজমুল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. ইলিয়াছ, সিনিয়র অফিসার কাউসার আহমেদ, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, কাউন্সিলর শাহজাহান মোল্লা, কাউন্সিলর মো. হারিছ খান, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আনোয়ার হোসেন, মো. সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাসেল দর্জি, আহসান উল্যাহ দর্জি’সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী-গণ্যমান্য ব্যক্তিরা।
কোরআন তেলাওয়াত করেন হাফেজ কাউসার আহমেদ। দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।
মন্তব্য করুন