জাতীয় সংসদ নির্বাচন সময় মতোই হবে। নির্বাচনকালীন কোনো সরকার গঠিত হচ্ছে না। বরং তফসিল ঘোষণার পর এ সরকারই নিয়মমাফিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ অক্টোবর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণার পর মনোনয়ন জমা দেয়া হবে তখন থেকেই মন্ত্রীরা আর কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবে না। ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত ও কানাডার মতো সংসদীয় গণতন্ত্রে দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার থাকে, বাংলাদেশও সেভাবে চলবে।

নির্বাচনকালীণ সরকারের একজন প্রার্থী হিসেবে মন্ত্রীরা শুধু ভোট চাইতে পারবেন। নির্বাচনী প্রচারণার সময় কোনো মন্ত্রী তাদের ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। সরকার ছোট করলে অনেক মন্ত্রণালয়ের কাজ আর হয় না। উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়, সেই ধারা অব্যাহত রাখতেই এমন প্রচেষ্টা বলেও জানান শেখ হাসিনা।