প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানকার সৌন্দর্য আকৃষ্ট করে দেশ-বিদেশের পর্যটকদের। পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে এখানে হাজারো পর্যটক ছুটে আসেন প্রতিনিয়ত। তবে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হলেও উন্নত হয়নি সমুদ্র সৈকতের পরিবেশ। যত তত্র ময়লা আবর্জনা জেলেদের জাল, নোঙ্গর করে রাখা নৌকা, স্থানীয় বাসিন্দাদের পলিথিনের ঝুপড়ির ঘর, শুটকি ব্যবসায়ীদের যত্রতত্র শুটকি মাছ শুকানো নষ্ট করছে সৈকতের পরিবেশ ও সৌন্দর্যকে। সৌন্দর্য নিয়ে কর্তৃপক্ষের এমন উদাসীনতায় নেতিবাচক মন্তব্য করছেন পর্যটকরা। ভ্রমণ বিমুখ হচ্ছে দেশী বিদেশী পর্যটকরা।
দেশের সর্ব দক্ষিনের পর্যটন নগরী কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করলেও সৈকতের অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা নিয়ে চরম আপত্তি রয়েছে পর্যটকদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন পর্যটক ও দর্শনার্থীরা।