
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ মে) সকাল ১০ টায় উপজেলা জাতীয় শ্রমিকলীগ,ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্হিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সহ- সভাপতি ও পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী,সহ-সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম।
র্যালি শেষে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, সরদার আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় আরো উপস্হিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লাসহ উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, জীবন-যাপনের জন্য সময় উপযোগী মজুরি নির্ধারণসহ বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
আলোচনা শেষে শ্রমিক লীগের পক্ষে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান।
মন্তব্য করুন