সিলেটের ডিআইজি শাহ মিজান মোহাম্মদ শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ডিআইজি শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে পুজামণ্ডপ পরিদর্শনে আসেন। এ সময় রামকৃষ্ণ মিশন নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

পরিদর্শনকালে ডিআইজি রামকৃষ্ণ মিশন ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপ আয়োজকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় তিনি পূজা আয়োজক কমিটি, পূজা উদযাপন পরিষদ ও রামকৃষ্ণ মিশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপের সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনার জন্য সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলাম ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারন সম্পাদক শ্রীপদ দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক মিলন দাশ গুপ্ত ও পুজা উদযাপন পরিষদ, রামকৃষ্ণ সেবাশ্রম ও আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।