গৌরনদীতে ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসায়ীকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় গৌরনদী বন্দরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, এসআই দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অভিযান শেষে ইউএনও বলেন, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনে রাখতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি উপজেলা প্রশাসন মাঠে পর্যায়ে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।