বিতর্কিত ব্যক্তিদের দিয়ে পটুুয়াখালী রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন ৬৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল নেতা মাসুদ রানা ওই কমিটির সভাপতি  হলেও তাঁর কোনো ছাত্রত্বই নেই।

২১ এপ্রিল ২০২৩ কমিটি ঘোষণা দেয়ার পরে উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব সোহাগ ও আজিজ মৌডুবী জাহাজ মারা ঘোরাঘুরি করে ফেরার পথে তক্তাবুনিয়া বাজারের দক্ষিণ রাস্তায় প্যাদাবাড়ি সংলগ্ন যায়গায় গাড়ি থামিয়ে স্থানীয় ছাত্রদল কর্মীরা কমিটির বিষয়ে জানতে চাইলে তারা( সদস্য সচিব ও আহ্বায়ক) বলেন, এই কমিটি আমরা দেইনি। এবিএম মোশাররফ হোসেন ভাই যাকে দিতে বলেছে তাকেই দিয়েছি। বিভিন্ন কথার কাটাকাটির একপর্যায় হাতাহাতি ও হয়।

এ বিষয় বড়বাইশদিয়ার ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসুদ রানার ভোটার আইডি কার্ডের বয়স অনুযায়ী ১৯৯৫ সালে জন্মগ্রহণ করে এবং জমা দেয়া জীবন বৃত্তান্তে সার্টিফিকেটে উল্লেখ ২০১২ সালে মাধ্যমিক পাস করেন মৌডুবী মাধ্যমিক বিদ্যালয় থেকে। এর পর থেকে কোন স্কুল কলেজে ভর্তি বা ছাত্রত্ব নেই।সে এখন বিভিন্ন ব্যাবসা ( মটরসাইকেল, সাউন্ড মিউজিক) করে থাকেন।

রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহবানে একই সঙ্গে নতুন কমিটি ঘোষণার জন্য পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। তখন সে সিভি জমা করে  এবং প্রেস রিলিজের মাধ্যমে মাসুদ রানাকে সভাপতি ঘোষণা করে।

সাংগঠনিক সূত্রে জানা যায়,পুরানো কমিটি ভেঙে দেওয়ায় উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত ২০২৩ সালের ২১ এপ্রিল প্রেস রিলিজের মাধ্যমে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বিতর্কিত নেতাকে নিয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন জানান,রাঙ্গাবালীর বড়বাইশদিয়ার ছাত্রদলের এমন ঝামেলা হয়েছে এরকম কোন নোটিশ আমি এখনো পাইনি, যদি কোন নোটিশ পেয়ে থাকি অবশ্যই আমরা জানাবো। রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল আহ্বায়ক আজিজকে একাদিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।তবে ২৭ এপ্রিল রাত ১০:৩০ মিনিটে আজিজ ফোন রিসিভ করার পরে সাংবাদিক পরিচয় জানতে পেরে নিজেকে অস্বীকার করে বলেন, আমি আজিজ না ‘ এ বলে ফোন কেটে দেন। এবং বিভিন্ন সুত্রে জানাযায় এটাই আজিজের নম্বর।

রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য একটিভ যারা আছে তাদেরকে দেয়া হয়েছে।তিনি আরও বলেন, সার্টিফিকেটের মেয়াদ ৩০ বছর শেষ না হওয়া পর্যন্ত ছাত্রদলে থাকতে পারবে। হাতাহাতি কথা যানতে চাইলে তিনি বলেন,রুসেল নামে একটি ছেলেকে এই কমিটির সহ-সভাপতি করা হয়েছে। এই ছেলে আমাদের সাথে আচারণ খারাপ করেছে।সংগঠনের সিনিয়ার ভাইদের সাথে কিভাবে কথা বলবে তাই সে জানেনা।টাকার বিনিময় কমিটি দেয়া ব্যাপারে তিনি বলেন,এগুলো মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন। আমরা কোন টাকার বিনিময় কমিটি দেয়নি। এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বড়বাইশদিয়া ইউনিয়ান ছাত্রদলে সভাপতি মাসুদ রানা বলেন,আমি নেতা কর্মীদের মূল্যায়ন করেছি সেজন্য আমাকে সভাপতি করছে। কমিটি তো আমার হাতে না যে আমি নিয়ে নিছি। নেতারা আমারে দিছে।