
গৌরনদী “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও স্থানীয় সরকার দিবস, ৩ দিন ব্যপী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ ইং ।
উপজেলা ইউএনও মো.আবু আবদুলাহ খান’র সভাপতিত্বে ৩দিন ব্যপী উন্নয়ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুননাহার মেরী।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, সহকারী কমিশনার ভুমি মো.রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আফজাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আহসান হাবিব, বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানআরা পারভিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবদুল জলিল সরদার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.চুন্নু ফকির, যুবউন্নয়ন কর্মকর্তা খান মো.মনিরুজ্জামান।
উপজেলার সকল দপ্তর ও ৯টি ইউনিয়ন পরিষদ এবং গৌরনদী পৌরসভা মেলায় সরকারের বিভিন্য উন্নয়ন মূলক চিত্র প্রদর্শনী তুলে ধরেন। মেলা স্টলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে প্রদর্শনী, সধ্যায় শুকান্তবাবু হলরুমে শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শেষে স্টল প্রদর্শনী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মন্তব্য করুন