নওগাঁ জেলা প্রতিনিধি “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বৈকাল ৩ ঘটিকায় তিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন এবং বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এবং র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। তিনি বলেন, দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউএনও সঞ্চিতা বিশ্বাস আরও বলেন-দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন আরো দৃঢ় হবে।
স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ, উদ্যোক্তা, পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচীতে অংশগ্রহন করেন।