সড়কে ডাকাতি প্রতিরোধে কাজ করছে..
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ । ১৫:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ । ১৫:৩৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি বলেছেন, নওগাঁর পোরশায় বিভিন্ন সড়কে ডাকাতি প্রতিরোধে থানা পুলিশসহ রাজশাহী রেঞ্জের অন্যান্য ইউনিট কাজ করছে। এজন্য স্থানীয় জনগণের সহযোগীতা প্রয়োজন। আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নওগাঁর পোরশা উপজেলার বেজোড়া বাজার এলাকায় ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সাথে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে বাংলাদেশের জনগণ পুলিশকে প্রতিপক্ষ ভেবেছেন। কিন্তু পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়। পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়েছে। এটা বিশ্বাস করা যাবেনা।
আপনাদের জন্য একটি অস্থায়ী ক্যাম্প দেওয়া হবে। স্থায়ী পুলিশ ক্যাম্প দেওয়া আমাদের সম্ভব নয় কারণ আমাদের জনবল সংকট। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কে চিহ্নিত করে আটক করতে হবে।
ডিআইজি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ করবে মাদক দ্রব্য অধিদপ্তর। মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর মাদক নির্মূল করতে পাচ্ছেন না। এর প্রভাব পুলিশ বাহিনীর উপর পড়ছে। পুলিশ কাজ করবে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
আপনাদের সন্তানদের নৈতিক শিক্ষা দেন। আপনার সন্তান সন্ধ্যায় বাড়ি ফিরছে কি না সেদিকে লক্ষ্য করুন। সন্তান ভাল হলে পরিবার, সমাজ তথা দেশ ভাল হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাব উদ্দীন। নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জয়ব্রত পাল।
এ সময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাকসুদুর রহমান, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়বাদী (বিএনপি)র উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী প্রমুখ। সভায় স্থানীয় রাজনীতিবীদ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগণ অংশগ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.