বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে। আমরা জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর করেছি, সেগুলোই আমরা মেনে নেব। নতুন কোনো দাবি যদি অন্য কোনো দলের মাধ্যমে দেওয়া হয়, সেগুলো আমরা মানব না।’
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তার নির্বাচনী এলাকা ভোলার লালমোহন কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ‘লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, শেখ হাসিনা ভারত থেকে গুণ্ডা বাহিনী পাঠিয়ে বাস পোড়াচ্ছে, গোপালগঞ্জ থেকে লোকজন দিয়ে পদ্মা সেতুর দুই প্রান্তে জড়ো করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের জনগণ আর ভারতের আধিপত্য মেনে নেবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করব।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন করব। দেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করব। দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করব।’
মেজর হাফিজ বলেন, ‘বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে।
তারা দেড় বছরে তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। তারা যদি শুধু নির্বাচনটা সুষ্ঠু ও সঠিকভাবে করতে পারে, তাহলেই আমরা কৃতার্থ হবো।’
তিনি আরো বলেন, ‘একটি রাজনৈতিক দলের সরকার না হলে দেশে কোনো উন্নয়ন হয় না। এই দেড় বছরে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে।
ভারত থেকে শেখ হাসিনা সন্ত্রাসীদের পাঠায়, তারা এসে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করে।’
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক দল বানানো ড. ইউনূসের কাজ না। তিনি ইয়াং ছেলেদের দিয়ে দল বানিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নেই। ছেলেরা পড়াশোনা করবে নাকি মন্ত্রিসভায় সেক্রেটারিয়েটে এসে দু’পয়সা কামানোর ধান্দায় থাকবে?’
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরো অনেকে।
মন্তব্য করুন