আজ রেল দিবস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ । ১৩:৫৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ । ১৩:৫৩
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আজ ১৫ নভেম্বর, রেল দিবস।দেশের রেল যোগাযোগের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হিসেবে প্রতি বছর এ তারিখে রেল দিবস পালন করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত চালু হয় দেশের প্রথম ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন।
দীর্ঘ সময় এই দিনটি অযত্নে উপেক্ষিত থাকলেও ২০২০ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে রেল দিবস পালন শুরু করে।
বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার বিনিয়োগ বাড়িয়েছে। রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বিনিয়োগ বেড়েই চলেছে।
রেল দিবসকে ঘিরে আজ দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের টাস্কফোর্স কমিটির সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও ট্রেন পরিদর্শন করবেন। স্টেশনগুলোর পরিবেশ, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা নিয়ে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এ ছাড়া দিবস উপলক্ষে দেশের বড় বড় স্টেশনগুলো ব্যানার–ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। যাত্রীদের জন্য সচেতনতা ও নিরাপত্তাবিষয়ক প্রচারণা চালানোসহ রেলসেবার উন্নয়ন নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.