১৪, ১৮ ও ২৪’র মতো..

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ । ১৩:১৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ । ১৩:১৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচনের পুনরাবৃত্তি হয়, তবে জাতির জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনার জিরো পয়েন্টে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এবং আগামী নির্বাচনকে স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনী কার্যক্রমে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি অতীতে দলীয় আনুগত্য দেখিয়ে কাজ করা কর্মকর্তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, এসপিরা সবাই পালিয়ে গেছে এবং তাদের এখন ট্রাইব্যুনালে হাজির হতে হচ্ছে। প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, ডিআইজি, পুলিশ কমিশনার অনেকেই পালিয়ে গেছেন। ওসিরা চাকরি ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন।

বর্তমান কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, আপনাদের বিরুদ্ধেও যদি একই অভিযোগ আসে, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না। মিয়া গোলাম পরওয়ার নির্বাচনকে ‘কালো টাকার প্রভাবমুক্ত’ রাখার আহ্বান জানান। তিনি দাবি করেন, জনগণ এবার অতীতে যারা ‘ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে’, তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে শান্তিতে থাকার জন্য ‘দাঁড়িপাল্লায়’ (জামায়াতের অতীতের নির্বাচনী প্রতীক) ভোট দেওয়ার শপথ নিয়েছে।

তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা আজ এক নতুন বাংলাদেশের পথে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশের বিগত ৫৪ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, নৌকা, লাঙ্গল, ধানের শীষ অনেক দল ও মার্কাই দেখেছি। প্রতিটি শাসনেই দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, এবং ক্ষুধা, দারিদ্র্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান হয়নি।

তাই তাঁর মতে, মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসতে পারে না, এটি প্রমাণিত। তাই আসুন আগামীতে কুরআনের রাষ্ট্র গড়ি। খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা ও দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। খুলনার জিরো পয়েন্টের পথ সভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমির জিএম আব্দুল গফুর।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!