বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য একনেক..

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ । ১৪:১৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ । ১৪:৪০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ঢাকার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে একনেক সভায় বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ২০২৫-২৬ অর্থবছরের ৫ম একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুমোদনের জন্য যেসব প্রকল্প (নতুন ও সংশোধিত) রয়েছে এর মধ্যে মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন; চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত); ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জন্ত নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত); সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন।

এছাড়াও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর এর কার্যক্রম; ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ; নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর উপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত); ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন এবং বিসিক শিল্পপার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত) প্রকল্প রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!