প্রায় ছয় বছর পরে হিলি..

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫ । ২০:১৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ । ২০:১৮

কামরুজ্জামান শুভ, হিলি করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ

দীর্ঘ প্রায় ছয় বছর পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফল ( আপেল) আমদানি শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে আপেল আমদানি করছেন বলে জানান স্থানীয় সি এন্ড এফ এজেন্ট কতৃপক্ষ।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ২৫ মেট্রিক টন আপেল নিয়ে ভারতীয় একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে ফল আমদানি কার্যক্রম শুরু হয়। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের আয় বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

জানতে চাইলে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফল আমদানির স্থানীয় সি এন্ড এফ এজেন্ট মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, প্রায় ছয় বছর পরে হিলি স্থলবন্দরে ফল (আপেল) আমদানি হয়েছে। করোনার মহামারীর আগে ভারত থেকে ফল আমদানি হয়েছিল। সবার সহযোগিতায় আবারো আমদানি শুরু হয়েছে। এখানে কাষ্টম যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা ফল আমদানির ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সাথে বন্দরের শ্রমিকদের আয় ও বাড়বে।

হিলি কাষ্টমের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান , আমদানি কৃত আপেল গুলো প্রতি মেঃ টন ৭শ ডলারে (এ্যাসিসমেন্ট) রাজস্ব আহরণ হয়েছে। বন্দর দিয়ে আমদানি হওয়া ফল গুলো দ্রুত দেশের বাজারে পৌঁছানোর আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!