জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম..

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । ১৭:৩৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ । ১৭:৩৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জামায়েতে ইসলামী মানে ইসলাম ধর্ম না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় চালক দল আয়োজিত ভোটের অধিকারের নিশ্চয়তা নিয়ে সংশয় সৃষ্টির প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।

এসময় আলাল বলেন, কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মুখে এক কথা বললেও তাদের মনে অন্য কিছু। তারা একদিকে বলেন, পিআর ছাড়া জুলাই সনদে সই করবেন না। অন্যদিকে, সই করেছেন। এসময় তিনি আরও বলেন, দেশের মানুষের এখনও যুদ্ধ শেষ হয়নি। তাদের এখনও ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!