মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান..

প্রকাশ: ১ এপ্রিল ২০২৩ । ১৫:১৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ । ১৭:১৫

অনলাইন ডেস্ক

চার বছর সাংবাদিকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউড অভিনেতা সালমান খান ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নওয়াজ শেখ। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চ এ মামলা খারিজ করে দেন।

২০১৯ সালে সাংবাদিক আশোক পাণ্ডে ও তার ক্যামেরাম্যান সালমান খানের সাইকেল তোলার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। সেই মুহূর্তে তাদের বাধা দেন সালমানের দেহরক্ষী। সাংবাদিকের দাবি, তাদের শুধু বাধা দেওয়া হযনি, মারধর করা হয়েছে। এই ঘটনার পর ডিএন নগর পুলিশে অভিযোগ জানাতে যান অশোক। কিন্তু সেখানে তার অভিযোগ গ্রহণ করা হয় না। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এ অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ দায়ের করেন।

গত এপ্রিলে মামলাটি হাইকোর্টে ওঠে। তারপর থেকে দফায় দফায় শুনানি চলে। বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চে মামলার শুনানি চলে। এবার সেই মামলার রায় হল।

এ মামলার রায়ে বলা হয়েছে, অভিনেতা বা আইনজীবী, বিচারপতি বা অন্য কেউ— প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে। ম্যাজিস্ট্রেট আদালত থেকে যে ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে বেশ কয়েকটি পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার মধ্যে পুলিশি তদন্ত রয়েছে। পুলিশি তদন্ত ছাড়াই বয়ানের ভিত্তিতে আইপিসির ৫০৪ ও ৫০৬ ধারায় সালমান ও তার নিরাপত্তারক্ষীকে অভিযুক্ত করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!