
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের পটুয়াখালীর কুয়াকাটা পৌর শাখার জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনিবার্য কারণ দেখিয়ে অনুমোদন দেয়ার দুই দিনের মাথায় স্থগিত করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী বাহাউদ্দীন নোবেল এবং সাধারণ সম্পাদক কাজী শাহ-আলম রাজার যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্যকারণ বশত গত ২৪ আগস্ট অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কুয়াকাটা পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হইলো। এর আগে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পটুয়াখালী জেলা সভাপতি, মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক, অনিক খন্দকারের যৌথ স্বাক্ষরে আঃ কাদের মুসুল্লীকে সভাপতি ও আব্দুর রহিম হাওলাদার কে সাধারণ সম্পাদক করে কুয়াকাটা পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
এ ব্যাপারে কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের যে কোন ইউনিটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সেই জায়গা থেকে তারা এই কমিটির কার্যক্রম স্থগিত করেছে। কি কারণে স্থগিত করেছে বা কেন স্থগিত করেছে তা এখন আমরা জানতে পারিনি। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী জানান, স্থানীয় বিএনপি’র যারা কর্ণধার রয়েছেন তাদেরকে কর্ণপাত না করে এই কমিটি দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলনকে আরো শক্তিশালী করতে আরো যাচাই-বাছাই করা দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কলাপাড়া উপজেলার মানুষের প্রানের নেতা এবিএম মোশারফ হোসেনের নেতৃত্বে আমরা আরো শক্তিশালী কমিটি চাই। তিনি আরো বলেন, এই কমিটিতে যাকে সভাপতি দেয়া হয়েছে সে মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছে। আবার কি করে অন্য একটি কমিটির প্রধান হয়। আমরা চাই বিএনপির প্রতিটি মাঠের কর্মী মূল্যায়ন হোক।
মন্তব্য করুন