বরগুনার তালতলীতে থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে তাইজুল ইসলাম (২০) ও শহিদুল ইসলাম গাজী (৩৬) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
এসময় দু জনের কাছ থেকে ৮৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। গতকাল বুধবার (১৬ আগষ্ট) মধ্যে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক তাইজুল ইসলাম উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের জলিলুর রহমান এর ছেলে ও শহিদুল ইসলাম উপজেলার কলারং গ্রামের দেলোয়ার হোসেন ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাইজুল ইসলামকে ৬০ গ্রাম ও শহিদুল ইসলামকে ৮৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন