
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ শনিবার(২২এপ্রিল) সকাল ১০টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ২৮৫/১১ মেইন পিলার সংলগ্ন হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার অহিদুল ইসলাম ভারতীয় বিএসএফের ৬১ ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার রমেশ কুমার হাতে এসব মিষ্টি তুলে দেন । হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার অহিদুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবসের আনন্দ ভাগা-ভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সোহাদ্য সম্প্রতি ও ভাতৃত্ব বোধ বজায় রাখতে জয়পুরহাট ২০ বিজিবি’র পক্ষ থেকে ভারতের ৬১ ব্যাটালিয়ন বিএসএফের ক্যাম্প কমান্ডার রমেশ কুমারকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস গুলিতে একে অপরকে মিষ্টি সহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই রিতি চলে আসছে।
মন্তব্য করুন