দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন তিন শতাধিকের বেশি পর্যটক। মঙ্গলবার (৮ আগস্ট) পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার। এদিকে আটকে পড়া পর্যটকদের ৫০ ভাগ রুম ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি।

রুমানা আক্তার জানান, কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। জানমালের নিরাপত্তার স্বার্থে বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাজেকে তিন শতাধিকের বেশি পর্যটক আটকা পড়েছেন। তবে পর্যটকেরা নিরাপদেই রয়েছেন।

ইউএনও বলেন, ‘সাজেকে ২০টি মোটনসাইকেল, ২০টি জীপ ও চারটি মাহেন্দ্রসহ বেশ কয়েটি প্রাইভেটকার রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান অতি ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে গেছে। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যেহেতু সাজেকে দীঘিনালা হয়ে যাতায়াত করতে হয়, তাই সাজেকে যাতায়াতের পথও সাময়িকভাবে বন্ধ রয়েছে।