বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষা ২০২৩ এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে।  পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১১ হাজার পরীক্ষার্থী। প্রকাশিত ফলাফলে পাশের হার মাত্র ২৫%। বিগত বছরগুলোতে পাশের হার ছিল ৫০%। বর্তমানে ১১ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫৩৯ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন ধাপে।

এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বরের, লিখিত পরীক্ষা ১০০ নম্বরের, ভাইবা পরীক্ষা ৫০ নম্বর। ৭টি আইন বিষয়ের উপর এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র করা হয়। যেমন ফৌজদারী কার্যবিধি, দন্ডবিধি দেওয়ানী কার্যবিধি, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন,তামাদি আইন।

এমসিকিউ পরীক্ষায় ৫০০০০ জন অংশগ্রহণ করে ১০০০০ জন পরীক্ষার্থী পাশ করেছে। যা অন্যান্য বছরের তুলনায় কম পাশের হার। আজ বৃহস্পতিবার রাত ৯ টায় বাংলাদেশ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।