মো: আবু সালেহ

ফোটা ফোটা বৃষ্টি
বিধাতার সৃষ্টি
কী অপরূপ তার
ফেরে না যে দৃষ্টি।
কেউ বসে জানালায়
গায় গান অবেলায়
মনে কত স্মৃতি জমে
জানা আর অজানায়।
কারো মন ভালো নেই
ঘরে যার রুজি নেই
সে বোঝে শুধু এই
বৃষ্টিতে সুখ নেই।
লেখা পড়া বাদ দিয়ে
ছাত্ররা আছে নিয়ে
গল্প আর আড্ডায়
খুশিতে মন মাতায়।