ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শুকনাথ দেবনাথ, সেক্রেটারী আলী হায়দার মানিক এর পরিচালনায় কবি আলতমাসের স্বরনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
কবি আলতমাসের বর্নাঠ্য জীবন নিয়ে সাংবাদিক শুকনাথ দেবনাথ বলেন, কবি আলতমাস ভাই একজন মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। কবি আলতমাসের গ্রামের বাড়ি সোনাগাজী থানার মঙ্গলকান্দি ইউনিয়নের মাষ্টার বাড়ি অবস্হিত। কবি আলতমাস সরকারি থেকে অবসর হয়ে ১৯৮৮ সালে রিপোটার্স ইউনিটির সদস্য লাভ করেন। সকল সাংবাদিকদের সাথে অত্যন্ত সখ্যতা ছিল।
সিনিয়র সাংবাদিক মীর হোসেন বলেন, কবি আলতমাসের সহযোগিতায় ফেনী রিপোটার্স ইউনিটি প্রতিষ্ঠা লাভ করেন। এখানে বিভিন্ন শ্রেনীর মানুষ ও সাংবাদিক, কবি, আইনজীবী সহ রিপাটার্স ইউনিটিতে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। সকল সাংবাদিকবৃন্দ কবি সহ সকলে কবি আলতমাসের পরকালে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য করুন