
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুভাষচন্দ্র হাওলাদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার বেলা তিনটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার সাংবাদিকদের সাথে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ (বামনা পাথরঘাটা বেতাগী) আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির কথা তুলে ধরেন আর বলেন, একসময় আমিও গরিব ছিলাম। কিন্তু পরিশ্রম করে আজ প্রতিষ্ঠিত হয়েছি। এখন মানুষের পাশে থেকে কাজ করছি। দলের সুনামের জন্য কাজ করছি। তবে আজ যারা গরিব আছে আগামীতে তারাও প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ তৈরিতে আমাদের কাজ করতে হবে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বরগুনার উন্নয়নের লক্ষ্যে কাজ করব।
সভায় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিকুর রহমান ইমরান প্রমুখ ।
মন্তব্য করুন