বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট-ফ্রেন্ডলি টাউনস এ লোকালি লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দেশের সর্ব দক্ষিনের উপকূল অঞ্চল কুয়াকাটা পৌরসভা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাতা সংস্থা গ্লোবাল সেন্টার অন এডাপ্টেশানের শাহরিন মান্নান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইমামুল আজম শাহী,সাহরিয়ার মোহাম্মদ ফরহাদ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের জুয়েল মাহামুদ, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার সৈয়দ মোঃ ফারুক, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমুখ।

অবহিত করণ সভায় পটুয়াখালী, কলাপাড়া ও কুয়াকাটা পৌর সভার সরকারি বেসরকারি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্প অবহিতকরণের অংশ হিসেবে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর কর্মপন্থার আলোকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বিপদাপদ, ঝুঁকি নিরূপণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন পরিকল্পনা প্রক্রিয়াগুলো এবং কিভাবে কুয়াকাটা শহরকে জলবায়ু অভিবাসী বান্ধব করে তোলা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।