
শ্রীমঙ্গল থানার অফিসার ফোর্সের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ৬ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেফতারকৃত আসামীরা হলো- জিআর-৯২/১৬ (শ্রী:) মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী জাবেদ মিয়া, সিআর-১৪১/২১ (কমল) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এগার লক্ষ টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী জুটন দেব, সিআর-২২৭/১৯ (শ্রী:) মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বাষট্টি হাজার সাতশত টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী বুদ্ধ দেব কৃষ্ণ দাস, সিআর-৫৬/২০ (শ্রী:) মামলায় সাতাত্তর হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী লিটন শীল, সিআর-২৭১/১৯ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাবেদ মিয়া, সিআর-৬৭/২৩ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী সজিব হোসেন।
মন্তব্য করুন