বাংলাদেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে স্মার্ট ফোন আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। দেশে ইন্টারনেটে কতটা উপযুক্ত কাজে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকলেও এর ব্যবহার যে বেড়েছে তাতেই সন্তুষ্টির কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আইসিটি জরিপের ফলাফল থেকে জানা যায় দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন ৪৪.৫ শতাংশ মানুষ। যা ২০১৩ সালে ছিল মাত্র ৬.৭ শতাংশ।

আইসিটির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে সবশেষ তথ্য জানাতে দেশব্যাপী এ জরিপ করে বিবিএস। জরিপে উঠে আসে দেশে মোবাইল ফোন ব্যবহারকারী প্রায় ৯৮ শতাংশ, যার মধ্যে স্মার্ট ফোন ব্যবহার করছেন ৬৩.৩ শতাংশ মানুষ।

বিভাগ হিসেবে স্মার্ট ফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ, তবে ইন্টারনেটের ব্যবহারে সবচেয়ে বিভাগ হিসেবে এগিয়ে রয়েছে ঢাকা। এই বিভাগে ইন্টারনেট সেবা পাচ্ছে ৫৯ শতাংশ মানুষ। ইন্টারনেট ব্যবহার সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ।

জরিপের ফলাফল নিয়ে এসময় সন্তুষ্টি জানিয়ে এম এ মান্নান বলেন, ‘ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে।’