উপকরনঃ 

  • বাসমতী চাল – ১ কাপ
  • চিনি – ১/২ কাপ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • অরেঞ্জ ফুড কালার- ১/৪ চা চামচ( ২ টেবিল চামচ পানির সঙ্গে মেশান)
  • ঘি – ২ টেবিল চামচ
  • কিসমিস- ১০/১২ টি
  • এলাচ – ২ টুকরা
  • দারুচিনি -১ টুকরা
  • লবঙ্গ – ২ টুকরা
  • তেজপাতা – ২ টি
  • এলমণ্ড কুঁচি – ২ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুঁচি – ১ টেবিল চামচ
  • কালজাম – ২ টি টুকরা করা ( না হলেও চলবে)

পদ্ধতি:

  • ৪-৫ কাপ ফুটন্ত পানিতে ধোয়া চাল দিয়ে রান্না করুন। চুলা থেকে নামানোর আগে ফুড কালার দিয়ে দিন।
  • ঝাঁজরিতে ভাত ঢেলে ঠাণ্ডা পানি ঢেলে দিন যাতে ভাতগুলো ঝরঝরে হয়।
  • পাত্রে ঘি গরম করুন। এলাচ, দারুচিনি, কিসমিস, লবঙ্গ, তেজপাতা এবং ১ টেবিল চামচ এলমণ্ড কুঁচি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ুন। এর মধ্যে ভাত ঢেলে নাড়ুন। এবার চিনি দিয়ে ভাল করে নেড়ে ঢেকে দিন। প্রয়োজন মনে করলে অল্প ফুড কালার দিতে পারেন।
  • অল্প আঁচে আনুমানিক ১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ চুলায় রাখুন যাতে আঠাল ভাব চলে যায়।
  • এলমণ্ড কুঁচি, পেস্তা বাদাম কুঁচি এবং  কালজামের টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।