কলাপাড়ায় মাছ ধরার একটি নৌকা থেকে খলিল (৪০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৫ জুলাই দুপুরের দিকে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের খালের উপরে একটি ছোট্ট নৌকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিল নামের ঐ জেলের লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত খলিল ধুলাসারের কাউয়ার চর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে এবং ওই নৌকারই একজন জেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এটি ময়না তদন্তের পরে জানা যাবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।