
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে নদীর আশপাশের নিম্নাঞ্চল।
বৃহস্পতিবার সকাল ৬টায় বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে ছিল তিস্তার পানি, যেটি সন্ধ্যা ৬টায় বেড়ে হয় ৩৫ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৬টায় বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে ছিল নদীটির পানি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তার পানি যথেষ্ট বেড়েছে।
কিছুদিন পানি ওঠানামা করলেও বৃহস্পতিবার সকাল থেকে পানি হঠাৎ বাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়। এতে পানিবৃদ্ধির কারণে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
পানিবৃদ্ধির ফলে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, তিস্তা, কালমাটি, খুনিয়াগাছ, মাস্টারপাড়া, হরিণচড়া, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর, শৈলমারী, বৈরাতি, হাতীবান্ধা উপজেলার গড্ডীমারীসহ নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় আবারও বিপাকে পড়েছে এসব এলাকার লোকজন।
এর আগে গত গত ৮ জুলাই হঠাৎ বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ে।
লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘পানি বৃদ্ধির ফলে তিস্তার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
মন্তব্য করুন