
১২জুলাই ২০২৩ইং# সম্মিলিত সাংবাদিক পরিষদ- এসএসপির তৃতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনীয় তফসিল গতকাল ১২ জুলাই ২০২৩ ইং তারিখে ঘোষণা করা হয়েছে।
এসএসপির কেন্দ্রীয় কার্যালয় প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের কেন্দ্র থেকে ৩৯ সদস্যের একটি ভোটার তালিকা গ্রহণ করেন। এবং তার পক্ষে নির্বাচন কমিশনের সদস্য এ্যাডভোকেট হাসান আলম সুমন এ তফসীল ঘোষণা করেন ।
নির্বাচন কমিশন উক্ত ভোটার তালিকার উপরে ভিত্তি করে ১২ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। ভোটার তালিকায় কারো কোন আপত্তি থাকলে ১৩ জুলাই, বৃহস্পতিবার প্রত্যেকের আপত্তি গ্রহণ করা হবে, সদস্য পদ সংযোজন বিয়োজন করতে পারবেন। ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ।
১৪ ও ১৫ জুলাই মনোনয়ন ফরম জমা ও দাখিলের সময় নির্ধারণ করেছেন। ১৬ জুলাই মনোনয়ন ফরম যাচাই বাছাই এবং ১৬ জুলাই প্রার্থিতা ঘোষণা করা হবে। ২০ জুলাই প্রার্থী প্রত্যাহারের শেষ দিন।
২১ জুলাই ২০২৩ ইং, শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং বিকেল ৪টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ভোট কেন্দ্রের স্থান- বাংলাদেশ প্রেস কাউন্সিল হল রুম, তোপখানা রোড, ঢাকা।
নির্বাচনের আগের দিন পর্যন্ত সকল কার্যক্রম এসএসপির কেন্দ্রীয় কার্যালয়, নোয়াখালী টাওয়ার (১৩ তলায়) অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন