
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার ভুমিহীন ও গৃহহীন (ক শ্রেণীর) পরিবারের শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে ষ্টেকহোল্ডারগণের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়াও সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
মন্তব্য করুন