পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদের মতোই সুন্দরী চিত্রনায়িকা পূর্ণিমা। যে চাঁদ কেবলই মুগ্ধতা ছড়ায় মানব মনে। পূর্ণিমাও ঠিক তেমন মুগ্ধতা ছড়াচ্ছেন অবিরত। হোক সেটা বড় পর্দা কিংবা ছোটপর্দায়। একটা সময় চলচ্চিত্রে নিয়মিত আলো ছড়িয়েছেন। অভিনয় করেছেন অনেক ব্যবসা সফল ছবিতে। যদিও এখন তাকে ছোটপর্দায় বেশি দেখা যাচ্ছে। নাটকে অভিনয়ের পাশপাশি করছেন উপস্থাপনা।

বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীর আজ (১১ জুলাই) জন্মদিন। বয়স কতো হলো? জন্মদিনের কথা আসলেই এই প্রশ্ন করে থাকেন অনেকে। চিত্রনায়িকা পূর্ণিমার ক্ষেত্রে সেটা না হয় গোপনই থাক। বাংলাদেশের প্রেক্ষাপটে নায়িকার বয়স তেমনভাবে প্রকাশিত হয়না। তাতে কি? পূর্ণিমার সৌন্দর্য্যের কাছে বয়স হার মানে অনায়াসে।

জন্মদিনে বিশেষ কোন পরিকল্পনা নেই পূর্ণিমার। তিনি বলেন, ‘জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছি। সেখান থেকে বাসায় ফিরব। সন্ধ্যায় বন্ধুরা আমার বাসায় আসতে পারে অথবা আমি বন্ধুদের সঙ্গে বাইরে যেতে পারি। আসলে এ নিয়ে পরিপূর্ণ কোনো পরিকল্পনা নেই।’

তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধম্যে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্তদের এই ভালোবাসাই পূর্ণিমার কাছে সেরা জন্মদিনের উপহার বলে মনে করেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রে ফেরা নিয়ে শুভদিনে ভক্তদের কোন সুখবর দেবেন কিনা জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রে ফেরার ইচ্ছা তো আছেই। কারণ মানুষ আমাকে চেনে চলচ্চিত্রের মাধ্যমে। অনেক নির্মাতা চিত্রনাট্য নিয়ে দেখা করছেন। কিন্তু গল্প পছন্দ হচ্ছে না। গল্প পছন্দ হলেই চলচ্চিত্রের কাজ শুরু করব।’

এদিকে ছোটপর্দায় তিনি নাটক ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজটাই তার কাছে আরাধ্য, হোক সেটা ছোপ পর্দা বা বড় পর্দা। কাজের জায়গা হিসেবে পূর্ণিমা দু’টো জায়গাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।