গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এ আর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ছাত্রদলের ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন মোস্তাকিম আল মামুন, জাকসু’র ছাত্রদল মনোনীয় ভিপি প্রার্থী শেখ সাদী, শহীদ জিয়া মেডিকেল কলেজ ছাত্র দলের সভাপতি শেখ সাব্বির ইবনে সাইখ রিচি সহ অন্যরা ।

কর্মশালায় ১৭ ইউনিয়ন ও ১ পৌরসভা ছাত্র মহিমাগঞ্জ রাজনৈতি থানা ছাত্র দলের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।