পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে বিএনপি অফিস ভাংচুর মামলায় মির্জাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জুয়েল হাওলাদারকে (৩৩) গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াই টার দিকে পিপড়াখালী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল হাওলাদার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামের মৃত. মোকছেদ আলী হাওলাদারের পূত্র ও মির্জাগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ ছালাম জানান, জুয়েল হাওলাদার উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাংচুর মামলার (মামলা নং-১,তারিখ- ০৫/১০/২০২৪) সন্ধিগ্ধ আসামী। গ্রেফতার জুয়েল হাওলাদারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।