জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলা পর্যায়ের বাছাই কমিটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিদ্যালয়টিকে এই স্বীকৃতি প্রদান করে। উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী জানান, বর্তমানে বিদ্যালয়টিতে ৫৬০ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে সরকারিকরণ করা হয়।
তিনি আরও জানান, বিদ্যালয়টিতে সুপরিসর চারটি বহুতল ভবন রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য পৃথক টয়লেট, সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার, মানসম্মত শ্রেণিকক্ষ ও খেলার মাঠ রয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনার এবং নির্দিষ্ট ড্রেসকোড চালু আছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। পাশাপাশি রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সুসজ্জিত ও চৌকস একটি গার্ল গাইডস দল। নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজনসহ সহশিক্ষা কার্যক্রমে বিদ্যালয়টি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
মন্তব্য করুন