রাঙ্গাবালিতে যাত্রীবাহী ট্রলার ডুবির দুই দিন পর নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবাংলা সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম সত্য হালদার (৩৭)। তিনি গলাচিপা উপজেলার উত্তর চরখালী গ্রামের শুভাষ হালদারের ছেলে। সত্য যৌথভাবে ওই ট্রলারের মালিক ছিলেন। লাশটি প্রথম জেলেরা দেখতে পায়। ফায়ার সার্ভিসে জানালে পরিবারের সদস্যদের নিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল বলেন, ট্রলার ডুবির পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড রাঙ্গাবালী টিম নদীতে অভিযান চালায়। পরে খবর পাই জেলেরা ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা সত্যের মরদেহ উদ্ধার করেছে।
রাঙ্গাবালী থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, গত ০৭ই জুলাই ০৫ জন যাত্রী নিয়ে ডুবে যায়। চর বিশ্বাস ইউনিয়ানের গাজীর খাল (নমর স্লুইস পাওয়া যায়।গলাচিপা থানা পুলিশ সুরত হাল করেন।
এ ব্যাপারে গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর আগে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে গলাচিপা থেকে চরমোন্তাজের চরআন্ডাগামী যাত্রীবাহী ট্রলার বুড়াগৌরাঙ্গ নদীতে ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা পাঁচ জনের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন সত্য।