শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে আজ রবিবার ২০২৫, “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসির অর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক ছিল রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা, এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন ব্যাংকের জোনাল অফিস, মৌলভীবাজার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বিভাগের প্রধান কমল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, বিপ্লব কুমার তালুকদার এবং সহকারী মহাব্যবস্থাপক সূর্য কান্ত দাশ।
কর্মসূচির সভাপতিত্ব করেন অধ্যাপক এ.বি.এম. মোখলেছুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এবং সঞ্চালনায় ছিলেন রূপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বনিক।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন গ্রাহক সেবার ব্যাখ্যা ও অর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে।
রূপালী ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ ও আর্থিক সচেতনতার ধারাকে শক্তিশালী করা হচ্ছে
মন্তব্য করুন