দেশব্যাপী সরকারি ব্যাংকগুলোর সেবার মান উন্নয়ন ও তরুণ প্রজন্মকে ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্যে সারাদেশের মতো শ্রীমঙ্গল জনতা ব্যাংক পিএলসি শাখায়ও রবিবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “তারুণ্যের উৎসব ও গ্রাহক সেবাপক্ষ ২০২৫”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মৌলভীবাজার এরিয়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলাম। তিনি উপস্থিত শিক্ষার্থী, তরুণ-তরুণী ও নতুন গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাংকের আধুনিক ও উদ্ভাবনী সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর, তাই ব্যাংকিং ব্যবস্থাকেও সময়োপযোগী করতে জনতা ব্যাংক ডিজিটাল রূপান্তরের পথে অগ্রসর হচ্ছে। তিনি জানান, ব্যাংকের ই-জনতা অ্যাপ, অনলাইন ব্যাংকিং, স্মার্ট অ্যাকাউন্ট, স্কুল ব্যাংকিং, ডিপোজিট পেনশন স্কিম ও দ্বিগুণ মুনাফা স্কিম এখন দেশের তরুণ গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এসব সেবার মাধ্যমে সহজে সঞ্চয়, লেনদেন ও বিনিয়োগ করা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল জনতা ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনতা ব্যাংক সবসময় গ্রাহকদের আস্থার জায়গায় থাকতে চায়। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন আমাদের সেবায় সন্তুষ্ট থাকেন এবং ব্যাংকের সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক বজায় রাখেন।”

তিনি আরও বলেন, “আমাদের ব্যাংকে এখন সব ধরনের আধুনিক সেবা চালু রয়েছে — যেমন অনলাইন লেনদেন, মোবাইল ব্যাংকিং, স্থায়ী আমানত, কৃষি ঋণ, বাণিজ্যিক ঋণ, শিক্ষা ঋণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা। আমরা চাই, গ্রাহকরা ব্যাংকে শুধু টাকা জমা রাখবেন না, বরং এখানে থেকে সঠিক পরামর্শ ও সুযোগ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়বেন।”

ব্যবস্থাপক সালাউদ্দিন আরও জানান, ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী আন্তরিকতার সঙ্গে গ্রাহকসেবা প্রদান করছেন। তিনি তরুণ প্রজন্মকে ব্যাংকের সঞ্চয়ী হিসাব ও স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে তরুণদের মধ্যে ব্যাংকিং সচেতনতা ও সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, আজকের তারুণ্যই আগামীর অর্থনৈতিক চালিকাশক্তি; তাই ব্যাংকিং ও সঞ্চয়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতি গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।