দিনজপুরের হাকিমপুর ( হিলি) পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
আজ সোমবার (২৬জুন) বেলা ১১ টায় এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যন শাহিনুর রেজা, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক, পৌর আওয়মীলীগের সাধারণ সম্পদক নাসিম আহম্মেদ টুকুসহ কাউন্সিলরবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৪৭ টাকা। এরমধ্যে রাজস্ব ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৫৪৭ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১০০ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৪৭ টাকা। এরমধ্যে রাজস্ব ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৫৪৭ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১০০ টাকা।