মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ লিখন সরদারকে আটক করেছে থানা‌ পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার থেকে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ। সন্ত্রাস বি‌রোধী আই‌নে তাকে আটক করা হ‌য়ে‌ছে। ছাত্রলীগ নেতা লিখ‌নের বিরু‌দ্ধে পু‌লিশের উপর হামলা ও বিস্ফরক এই দুই‌টি মামলা র‌য়ে‌ছ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো‌হেল রানা জানান, লিখন সরদার কাল‌কি‌নি থানার পু‌লিশের উপর হামলা ও বিস্ফরক দু‌টি মামলার এজাহার ভুক্ত আসামী। তা‌কে  মাদারীপুর জেল হাজ‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।