কাল‌কি‌নি‌তে ‌পৌর ছাত্রলীগ সম্পাদক লিখন..

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ । ১৭:০২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ । ১৭:০২

মোঃ রাজু আহম্মেদ,কালকিনি করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ লিখন সরদারকে আটক করেছে থানা‌ পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার থেকে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ। সন্ত্রাস বি‌রোধী আই‌নে তাকে আটক করা হ‌য়ে‌ছে। ছাত্রলীগ নেতা লিখ‌নের বিরু‌দ্ধে পু‌লিশের উপর হামলা ও বিস্ফরক এই দুই‌টি মামলা র‌য়ে‌ছ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো‌হেল রানা জানান, লিখন সরদার কাল‌কি‌নি থানার পু‌লিশের উপর হামলা ও বিস্ফরক দু‌টি মামলার এজাহার ভুক্ত আসামী। তা‌কে  মাদারীপুর জেল হাজ‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!