পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ, পাংগাশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ২৫ অক্টোবর, শনিবার সকালে ১০ টায় এক গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার উত্তর পাশে বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামি, ওলামা বিভাগ পাঙ্গাশিয়া ইউনিয়ন-এর সভাপতি মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলেম সমাজের করণীয় ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস হযরত মাওঃ এ কিউ এম আবদুল হাকীম মাদানী, অধ্যক্ষ, লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাস, নথুল্লাবাদ, বরিশাল।

প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আগারগাও, ঢাকা-এর পরিচালক মাওঃ মুহা. জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোহাম্মদ নাজমুল আহসান (এ্যাডভোকেট), আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা।

মাওঃ মোঃ আবদুস সালাম খান, অঞ্চল টীম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল অঞ্চল। মাওঃ মোঃ সাইফুদ্দীন মনির, সভাপতি, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষধ, নারায়নগঞ্জ মহানগরী। মাওঃ মোঃ অজিউল্লাহ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, পটুয়াখালী জেলা।

মাওঃ মোঃ আলাউদ্দিন, সভাপতি, ইমাম সমিতি, দুমকী উপজেলা শাখা। মাওঃ আবু সায়াদাত মোঃ বাকের, সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশন, দুমকী উপজেলা শাখা।মাওঃ মোঃ জালাল আহমদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুমকি উপজেলা।মাওঃ মোঃ আলতাফ হোসাইন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকি উপজেলা ও আব্দুল রাজ্জাক নাসির ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আংগারিয়া ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথি শাইখুল হাদিস হযরত মাওঃ এ কিউ এম আবদুল হাকীম মাদানী বলেন, “ওলামায়ে কেরাম হচ্ছেন সমাজের বাতিঘর। ইসলামের মৌলিক আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অপরিহার্য। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধে ওলামাদেরকে আরও বেশি সচেতন হতে হবে।”

প্রধান বক্তা মাওঃ মুহা. জাকির হোসাইন বলেন, “জাতীয় জীবনে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেম সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী বলেন, “ইসলামী আদর্শের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ সর্বদা সচেষ্ট। দ্বীনি শিক্ষা ও সেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়নে আমাদের কাজ অব্যাহত থাকবে।”

সভায় বিশেষ অতিথিবৃন্দও ইসলামের দাওয়াতী কাজকে জোরদার করা, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সভায় এলাকার আলেম-ওলামা, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।