
শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার বিকেল আড়াইটা থেকে রাত আনুমানিক ১০ টা পর্যন্ত কুকুরের কামড়ের এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অজন্তা দেবী।
রাত ১১ টায় শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অজন্তা দেবীর সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কুকুরের কামড়ে আহত ২০ জনকে শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, এ ঘটনায় বিকেল ৪ টা থেকে প্রাণীসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে শহরে সচেতনতামুলক মাইকিং করা হচ্ছে। কেউ কুকুরটির সন্ধান পেলে প্রাণীসম্পদ কার্যালয়ে জানাতে অনুরোধ করা হয়েছে।
অপরদিকে রাত ১১ টায় শহরের জালালাবাদ ফার্মেসী কবিরুল আলম জানান, আজ সন্ধ্যার পর তার ফার্মেসীতে বুকুরের কামড়ে আহত একজন ইনজেকশান নিয়েছেন।
মন্তব্য করুন