পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুরের সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দুমকির নাসিমা কিয়ামত আলী মহিলা কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা বোর্ড। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি; গত বছর এই সংখ্যা ছিল ৬৫টি।

পটুয়াখালীতে সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক শাখায় চার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় দুইজন, তবে কেউই পাস করতে পারেননি। একইভাবে, দুমকি নাসিমা কিয়ামত আলী মহিলা কলেজের একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস. এম. আবু তালেব বলেন, “শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী ছিল না। তাছাড়া আমাদের কলেজে নতুনভাবে উচ্চমাধ্যমিক শাখা চালু হয়েছে। বর্তমানে মাত্র একজন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন। এ কারণেই ফল খারাপ হয়েছে। আমরা শিগগিরই নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছি।”

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার- মুহা. মুজিবুর রহমান বলেন, “ফলাফলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম, শিক্ষক সংকট ও অন্যান্য সমস্যা যাচাই করা হবে। প্রয়োজনে পরিদর্শন ও একাডেমিক সহায়তা জোরদার করা হবে।”