৩৬ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে পটুয়াখালীর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি মিলয়াতনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোবর।
এসময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।
মন্তব্য করুন