
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রাণালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশগ্রহণ করে। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা কর্তৃক মহড়া প্রদর্শন করা হয়।
এরপর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াছ হোসেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ইব্রাহীম ও রেডক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিটের টিম লিডার মোঃ রাব্বি মল্লিক প্রমূখ।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমিনুল ইসলাম ও মির্জাগঞ্জ থানা সাব ইন্সপেক্টর মোঃ কাওসার আহমেদসহ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন